বাংলার দায়িত্ব কাঁধে নিয়েই ৬ নম্বর মুরলীধর লেনের পার্টি অফিস সম্পর্কে প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, 'ছোট দফতর থেকে আর পারা যাচ্ছে না'। তিনিও ছাড়লেন পার্টি অফিসের কিনারাও হল না। কিন্তু ইঁদুরের উপদ্রব, গাড়ি রাখার সমস্যা, জল জমা এসব সমস্যা লেগেই ছিল৷ তাই ঠিকানা বদলাচ্ছে রাজ্য বিজেপি। পলেস্তারা খসা পার্টি অফিস ছেড়ে এবার ঝাঁচকচকে সেক্টর ফাইভে উঠে যাচ্ছে রাজ্য বিজেপি।
Pm Aawas Yojna: আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল
মুরলীধরের পার্টি অফিসে একবার গেলেই বোঝা যাবে, 'ঘর' ছাড়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেখানে। আসলে করারও ছিল না কিছুই, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে ঘরে বসেন, সেখানে জনা পাঁচেকের বেশি লোক ঢুকলে দরজা বন্ধ করে বৈঠক করা মুশকিল। সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ঘরের অবস্থাও তথৈবচ। তাই এই সিদ্ধান্ত, সূত্রের খবর ফেব্রুয়ারির মধ্যেই তৈরি হয়ে যাবে বিজেপির 'নতুন' রাজ্য দফতর।