রবিবারের সকালটা ভাল হল। গত কয়েকদিন ধরেই সবার মনে একটা আশঙ্কা চলছিল। কিন্তু সেই আশঙ্কা এত তাড়াতাড়ি সত্যি হবে, তা বোধহয় আশা করা যায়নি। সকাল আটটার পর খবর এল সাগরপারের মুম্বই থেকে। হ্যাঁ, ঠিক লতা মঙ্গেশকর আর নেই। কার্যত বিদ্যুতের গতিতে খবর ছড়িয়ে পড়ল।
শত কাজ ব্যস্ত তিনি। কিন্তু লতা মঙ্গেশকরের প্রয়াণের খবরেও তাঁর মন খানিকটা হলেও ভারী হয়েছে। তিনি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানালেন, সরস্বতী পুজোর রেশ এখনও চলছে। তারমধ্য়ে সরস্বতীর সবচেয়ে বড় মেয়ে চলে গেলেন। কিন্তু লতা মঙ্গেশকর শেষ হতে পারেন না। কারণ, প্রজন্মের পর প্রজন্মের কাছে লতা মঙ্গেশকর প্রাসঙ্গিক ছিলেন, এমনকী থাকবেন।
লতার গানেই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করলেন আর এক বিজেপি নেতা অগ্নিমিত্রা পল। শুধু বাংলায় নয়, ভোটের উত্তাপে বেশ গরম উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্য। সেখানেও লতার শোক যেন কেউ ভুলতে পারলেন না। লখনউতে নীরবতা পালন করে শ্রদ্ধা লতাকে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথও। ভিডিও বার্তায় প্রয়াত গায়িকা শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবতও।