বকেয়া মহার্ঘভাতার দাবিতে এবার নবান্ন অভিযানের ডাক কো-অর্ডিনেশন কমিটির। তাঁদের এই দাবিকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা সংগ্রামী যৌথ মঞ্চ। ৪ মে কো-অর্ডিনেশন কমিটির এই নবান্ন অভিযানে সামিল হবেন তাঁরা। কয়েক মাসের টানা কর্মবিরতি, বিক্ষোভ-অবস্থান করে কোনও সুরাহা হয়নি। পরবর্তীতে হাইকোর্টেও রায়েও মেলেনি কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা। নবান্নের তরফে স্পষ্ট করেই জানানো হয়, সরকারের পক্ষে এই দাবি পূরণ সম্ভব নয়। তারই মধ্যে হাইকোর্টের নির্দেশে রাজ্য-রাজ্য সরকারি কর্মচারি বৈঠকও নিষ্ফলা হতেই ফের একবার আন্দোলনের পথে এগোতে প্রস্তুত হচ্ছেন ডিএ আন্দোলনকারীরা।
তবে এরই মধ্যে বহু সরকারি কর্মচারীর আশঙ্কা, সরকারের সদর দফতরে অভিযান করলে সরকার কড়া ব্যবস্থা নিতে পারে। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। কো-অর্ডিনেশন কমিটির তরফে খবর, ২৭ এপ্রিল ব্লকে ব্লকে মহার্ঘভাতার দাবিতে বাইক র্যালি করবেন তাঁরা। ২৮-২৯ তারিখ জেলাশাসকের দফতরে ধর্না অবস্থানে বসবেন তাঁরা। এরপরই ৪ মে সরাসরি নবান্ন অভিযানে ঝাঁপাবেন ডিএ আন্দোলনকারীরা।
আরও পড়ুন- Malda News : এবার কালিয়াচক, চাষের জমি থেকে উদ্ধার নাবালিকার দেহ, শরীরে একধিক আঘাতের চিহ্ন