মনোনয়ন পেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তাল দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গল ও বুধবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুলিশ ও ব়্যাফ। এবার পরিস্থিতি জানতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও এসপি-কে ফোন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
মঙ্গলবার হঠাৎ করেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। বুধবারও ফের আরও এক দফায় উত্তপ্ত হয় একাধিক এলাকা। বুধবার নতুন করে গন্ডগোল ছড়ায় ক্যানিংয়ে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ক্য়ানিং! তৃণমূল সমর্থকের হাতে গুলি