বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সে কথা মাথায় রেখে শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। দিন কয়েক পরেই ২২ জেলার ভোটের খসড়া প্রকাশ পাবে বলেই খবর কমিশন সূত্রে। প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই হতে পারে পঞ্চায়েত ভোট, ইঙ্গিত কমিশনের।
জানা গিয়েছে, আগামী ১৯ অক্টোবর মোট ২২ জেলার পঞ্চায়েত ভোটের খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ওই খসড়া তালিকায় বদল এনে চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কমিশনকে। এরপর নভেম্বরের শেষে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।
পুজোর পর থেকেই পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগ শুরু করেছে তৃণমূল। অন্যদিকে, বাম-বিজেপিও নিজেদের মতো করে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করছে। বুধবার থেকেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগে নেমেছেন বাম নেতৃত্ব। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছে বিজেপিও।