এই নিয়ে তৃতীয় বার ডিএ নিয়ে (DA case) রাজ্য সরকারের (West Bengal government) পুনর্বিবেচনার আর্জি খারিজ করল উচ্চ আদালত (Calcutta High Court)। আদালত জানিয়েছে, মহার্ঘ ভাতা মামলায় (DA case) রাজ্যের আবেদনের কোনও যৌক্তিকতা নেই। আদালতের (Calcutta High Court) তরফে এই কথাও বলা হয় যে, সরকারি কর্মচারীদের (State government employees) প্রাপ্য এই মহার্ঘ ভাতা। এর জন্য কোনওরকম পুনর্বিবেচনা কার্যকর করা হবে না। দীর্ঘ শুনানির শেষে কোর্টের দায়িত্ব এটা হতে পারে না যে কি ভুল আছে তা খুঁজে বের করা হবে। রাজ্যের দাবি মতো বিশদ খতিয়ে দেখা বা স্ক্রুটিনির আর প্রয়োজন নেই।
আরও পড়ুন: ডিএ মামলায় সরকারের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি রাজ্যের
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এই রায়ের পরেই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের (State Government Employees) সভাপতি শ্যামলকুমার মিত্র জানান যে, গত ২০ মে আদালত রায় দেওয়ার পরেও তাঁরা রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে বলেছিলেন, তাঁরা সব রকম ভাবে সহযোগিতা করতে রাজি, সরকার যেন ডিএ-র রায় কার্যকর করে। শ্যামলবাবুর আক্ষেপ, 'রাজ্য সরকার কর্মীদের সহযোগিতার মনোভাব বোঝে না। তাই এর পর থেকে আমরা রাজ্য সরকারের সঙ্গে সার্বিক বিরোধিতার নীতিতে যাচ্ছি। সরকারের সঙ্গে কোনও রকম সহযোগিতা করব না'।
শুধুমাত্র আইনি লড়াইতেই সীমাবদ্ধ থাকবেন না তাঁরা। এরপর রাস্তায়ও নামবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।