ডিএ বৃদ্ধির পরিমাণ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সরকারি কর্মচারিদের একাংশ। বুধবার বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ৩৯ শতাংশের বদলে মাত্র ৩ শতাংশ। তবুও এতদিন বাদে মহার্ঘ ভাতা পেয়ে খুশি সরকারি কর্মচারিদের একাংশ। বাজেট ঘোষণা হতেই বিধানসভায় হাতে আবির নিয়ে রীতিমতো আনন্দে মেতে ওঠেন রাজ্য তৃণমূলপন্থী কর্মচারিদের একাংশ। তবে মহার্ঘভাতার এই অঙ্ক যে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাও জানান সরকারি কর্মচারিরা। কিন্তু প্রবল অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তাঁরা।
বুধবার দুপুরেই রাজ্যের বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। কিন্তু তাতে ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা ছিল না। বাজেট বক্তৃতা শেষ হতেই চন্দ্রিমা ভট্টাচার্যকে একটি চিরকুট পাঠান মুখ্যমন্ত্রী। ওই চিরকুট পেতেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী।
আরও পড়ুন- Bengal DA Hike : রাজ্য বাজেটে তিন শতাংশ ডিএ ঘোষণা, মার্চ থেকে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ
তবে ডিএ বৃদ্ধির ঘোষণাতেও অস্বস্তি এড়াতে পারেনি রাজ্য। ৩ শতাংশ ডিএ পেলেও কেন্দ্রের তুলনায় ৩২ শতাংশের ফারাক থেকেই যাবে রাজ্যে। এই প্রসঙ্গে তৃণমূলপন্থী সরকারি কর্মচারি সংগঠনের এক নেতা জানান, রাজ্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করলেও সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার প্রত্যাশা ছিল। তা না পাওয়ায় একটা অস্বস্তি থেকেই যাচ্ছে। তবে এখন প্রত্যেকেই তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের ডিএ মামলার দিকে। ১৫ মার্চ শুনানিতে কী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত, সেদিকেই তাকিয়ে সরকারি কর্মচারিরা।