গাড়ির রোড ট্যাক্স কি দীর্ঘদিন বকেয়া পড়ে রয়েছে ? তাহলে সেইসব গাড়ির মালিকদের জন্য এবার সুখবর । জানা গিয়েছে, রাজ্যে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ গাড়ির থেকে ট্যাক্স পাওনা রয়েছে। এবার সেই গাড়িগুলির বকেয়া কর জমা দেওয়ার ক্ষেত্রে বড় ছাড় দিতে চলেছে রাজ্য । তবে, অফার মাত্র দুই মাসের জন্য ।
পরিবহন দফতর সূত্রে খবর, বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে কর জমা দিলে, তাহলে কোনও জরিমানা লাগবে না । অনেক গাড়ির আবার ফিটনেস ও পারমিটও পুনর্নবীকরণ করা হয়নি ।
সেক্ষেত্রে ৩০ জানুয়ারির মধ্যে ফিটনেস ও পারমিট পুনর্নবীকরণ করানো হলে জরিমানা লাগবে না । আর ৩১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানার উপর মিলবে ৮০ শতাংশ ছাড় ।