বিধানসভা বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্যের। তাঁদের ভাতা বেড়েছে ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। পাশাপাশি এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে। ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া গ্রিন পুলিশ, সিভিল পুলিশদের অবসরকালীন অর্থের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে তাঁরা ২ লক্ষ বা ৩ লক্ষ টাকা করে পেতেন। এবার তাঁরা ৫ লক্ষ টাকা করে পাবেন।
বছরের শুরুতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে ২০০০ টাকা করে বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা। চলতি অর্থবর্ষেই সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হয়। যাঁরা পুজোয় ২০০০ টাকা করে বোনাস পেয়েছেন, তাঁরা আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস পাবেন।