ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। শহরের হাসপাতালগুলিতে বাড়ছে ডেঙ্গি (Dengue in Bengal) রোগীর ভিড়। জেলাতেও একই ছবি। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। তাঁদের সঙ্গে অনলাইন মাধ্যমে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন জেলা স্বাস্থ্য আধিকারিকেরা। জেলা থেকে যাতে ডেঙ্গি রোগীকে শহরে পাঠানোর প্রবণতা কমে, তা নিশ্চিত করতে চাইছেন স্বাস্থ্যকর্তারা।
জেলা স্বাস্থ্য আধিকারিকেরা ডেঙ্গি সংক্রান্ত যে কোনও প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাঁর পরামর্শে ‘রেফার’ করবেন।
Asian Games 2023 : এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের, বিশ্ব রেকর্ড ভারতীয় শুটারদের
দফায় দফায় বৃষ্টির ফলে রাস্তায় জল জমছে। সেই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গিবাহী মশা। গ্রামে চিকিৎসা পরিষেবার অভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হুগলির বলাগড়, পাণ্ডুয়া, চণ্ডীতলাকে ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিন্তা বাড়াচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা মালদহ।
জেলার পাশাপাশি কলকাতাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। মোকাবিলায় আরও তৎপর পুরসভা।