কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্য়ালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জোড়া মামলা করল রাজ্য় সরকার। আগামী সোমবার মামলাগুলির শুনানি হবে।
চলতি বছরের এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু রাজ্য পুলিশের তরফে সিটকে সাহায্য না করার অভিযোগ ওঠে। এপ্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি মান্থা অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছ থেকেও একটি রিপোর্ট তলব করেন তিনি।
এবার বিচারপতি রাজাশেখর মান্থার রিপোর্ট তলবের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করল রাজ্য সরকার।