কোভিড আবহে বেসরকারি হাসপাতালগুলিতে বেড চার্জ (Bed Charge in Private Hospitals) বাড়ানো যাবে না বলে নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য কমিশন (West Bengal Health Commission) । এবার তা প্রত্যাহার করে নেওয়া হল । কমিশনের তরফে বলা হয়েছে, হাসপাতালগুলি বছরে একবার বেডের ভাড়া বাড়াতে পারে ।
বেড চার্জের পাশাপাশি আরও তিনটি খরচের কথা নির্দেশিকায় উল্লেখ রয়েছে । সেগুলি হল পানীয় জল (Drinking Water Charge), আইসিউতে রোগী ভর্তি ও আরএমও চার্জ । নির্দেশিকায় বলা হয়েছে, আইসিউ চার্জের মধ্যে আরএমও চার্জ নেওয়া যাবে না । চ্যানেল করার জন্য সাধারণত বিভিন্ন প্রক্রিয়ার আলাদা ভাড়া নেওয়া হয় । সেটা করা যাবে না । আইসিউ রোগীদের জন্য যে নির্দিষ্ট জল দেওয়া হয়, তারও ভাড়া নেওয়া যাবে না । কারণ পানীয় জল রোগীর অধিকার । তবে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের ক্ষেত্রে বাড়তি চার্জ নেওয়া যেতে পারে ।
আরও পড়ুন, Congress Leader joins ULFA : কংগ্রেস ছেড়ে জঙ্গি সংগঠনে যোগ অসমের এক যুব নেতার !
বেড ভাড়ার ক্ষেত্রে নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমানে যে বেড চার্জ রয়েছে, তা ১০ শতাংশের বেশি চার্জ বাড়ানো যাবে না । প্রসঙ্গত, ২০২০ সালের মার্চ মাসে কমিশনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় কোভিড আবহে বেড ভাড়া কোনওভাবে বাড়ানো যাবে না । তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে । কোভিডবিধি উঠে গিয়েছে । তাই ভাড়া বৃদ্ধির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে । এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় ।
বেডের চার্জ বাড়ানো হলেও বাকি যে তিনটি বিষয়ে খরচ বেঁধে দিয়েছে স্বাস্থ্য কমিশন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ । বেডের ভাড়া বাড়লেও অন্যদিক থেকে খরচ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেটা ভেবেই পানীয় জল, আইসিউতে রোগী চিকিৎসা-সহ মোট তিনটি বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য কমিশন ।