ভারতের রাজনীতি থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করার ডাক দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেশের রাজনীতিতে এই দলকে 'শহীদ' করার কথাও জানান রাজ্যের অর্থ-প্রতিমন্ত্রী। মঙ্গলবার নন্দীগ্রামের সোনাচূড়ায় ভাঙাবেড়া ব্রিজের দলীয় কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারীকে ‘অমাবস্যার চাঁদ’ বলেও কটাক্ষ চন্দ্রিমার। এদিন নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পক্ষে 'শহীদ দিবস' পালন করা নিয়েও বিতর্ক তৈরি হয়। পুলিশের তরফে অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে 'শহীদ দিবস' পালনের অনুমতি পান শুভেন্দু অধিকারী।
২০০৭ সালে পুলিশের গুলিতে ভাঙাবেরা ব্রিজের কাছে মারা যান ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ১৪ সদস্য। তারপর থেকেই ১৪ মার্চ শহীদ দিবস পালন করে আসছেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে তিনি বিজেপিতে গেলে আলাদা করে এই দিনটি পালনের ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব।
অন্যদিকে, ১৪ মার্চ দিনটিকে 'বাংলার ইতিহাসে কালো দিন' বলে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, টুইটে তাঁর দাবি, ১৬ বছর পর বাংলা কৃষি নেতৃত্বাধীন এক রাজ্য হিসাবে উঠে এসেছে সামনের সারিতে। তৃণমূল সরকার কৃষকদের ক্ষমতায়নে বিশ্বাস করে। কৃষকদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার দিয়েছে বাংলার সরকার।