'উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে। রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠটি স বান্ধব।' এই পরিচিত চাণক্য শ্লোকটি কাজে প্রমাণ করে দেখিয়েছিলেন বাংলার বাম ছাত্র যুবরা, রেড ভলেন্টারিয়ারা। করোনা কালে মানুষের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁরা। ফের মৃত্যু মিছিল। নেপথ্যে ওড়িশার ট্রেন দুর্ঘটনা। রাজ্যে হাহাকার, কান্না, স্বজনহারানোর বেদনা। এবারেও তৈরী লাল স্বেচ্ছাসেবকরা। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় আক্রান্ত মানুষদের যেকোনও রকমের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তাঁদের তরফে।
Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল অব্যহত, এখনও প্রাণ হারিয়েছেন ২৮৮, আশঙ্কাজনক ৫৭
যারা মেদিনীপুর মেডিকেল কলেজ বা খড়্গপুর রেল হাসপাতালে ভর্তি আছেন তাঁদের রক্ত সহ যে কোন জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য অঙ্গীকারবদ্ধ লাল স্বেচ্ছাসেবকরা। উল্লেখ্য, করোনা কালে বিপন্ন সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সিপিআইএমের ছাত্র যুবরা। খাবার বিতরণ থেকে ,অক্সিজেনের জোগান, রক্তের সংস্থান থেকে চিকিৎসা। মানুষের পাশে ছিলেন তাঁরা।