মালদায় (Malda) পুলিশের জালে মাদক কারবারী। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হল এক দম্পতিকে। বুধবার রাতে ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের (Police) এসটিএফ (Special Task Force)। মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা ধৃত দম্পতির উত্তর পূর্ব ভারতে মাদক পাচারের ছক ছিল বলে অনুমান তদন্তকারীদের।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে,ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান ও গোলাম মোস্তাফা।এদিন ওই দম্পতি মালদা টাউন স্টেশনের দিকে একটি মিউজিক সিস্টেমের পেটি নিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে জিজ্ঢাসাবাদ শুরু করেন এসটিএফের কর্মীরা। দম্পতিকে আটক করে তল্লাশি চালায়।
গবেষকের অস্বাভাবিক মৃত্যু আইসারে, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
এরপর ওই মিউজিক সিস্টেমের মধ্যে থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান এই হেরোইনগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলি ট্রেনে উত্তর-পূর্ব ভারতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের অনুমান। ধৃতকে ইংরেজবাজার থানার হাতে তুলে দিয়েছে এস টি এফ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।