বীরভূমের(Birbhum Crime News) মহম্মদবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য । পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৮১ হাজার ডিটোনেটর। বৃহস্পতিবার সকালে গাড়ি করে পাচারের সময় রাজ্য এসটিএফ (STF) বাজেয়াপ্ত করে বিস্ফোরকগুলি। গ্রেফতার করা হয় গাড়ির চালককেও। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই গাড়ি করে বিপুল পরিমাণ বিস্ফোরক পাচারের খবর পায় পুলিশ। সেই খবরের উপর ভিত্তি করে অভিযান চালাতেই বিস্ফোরক সহ গ্রেফতার করা হয় গাড়িচালককে। সিউড়ির(Suri Police Station) তিলপাড়া ব্যারেজ থেকে গাড়িটিকে ধাওয়া করেন এসটিএফের আধিকারিকরা। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেন গাড়িচালক সুনীল কেওরা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
ধৃত গাড়িচালকের বয়ান অনুযায়ী, পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ(Ranigaunj) এলাকা থেকে ডিটোনেটরগুলি রামপুরহাটে আনা হচ্ছিল। যদিও পুলিশের ধারণা, প্রকৃত তথ্য দিচ্ছে না ধৃত। তাকে জেরা করার জন্য ৭ দিনের রিমান্ডে চেয়েছে এসটিএফ। এদিনই তাকে সিউড়ি আদালতে(Suri Court) তোলা হয়।