যাত্রা শুরুর দু'দিনের মধ্যেই আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-জলপাইগুড়ি রুটের এই প্রিমিয়াম ট্রেনকে লক্ষ্য করে পাথরবৃষ্টি মালদায়। দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের কাচ ভেঙে যায়। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ফেরার পথে কুমারগঞ্জ স্টেশনের কাছে রাজ্যের একমাত্র প্রিমিয়াম ট্রেনকে (Vande Bharat Express) লক্ষ্য করে 'পাথরবৃষ্টি'(Stone is pelting on Vande Bharat) হয় বলে খবর। সোমবার বিকেলের এই হামলায় ক্ষতিগ্রস্থ হয় ট্রেনের সি-১৩ কামরা। পাথরের আঘাতে কামরাটির কাচ ভেঙে যায়। যদিও চালকের দক্ষতায় দ্রুত ঘটনাস্থল পেরিয়ে এসে মালদা স্টেশনে এসে দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)।
এই হামলার ঘটনায় যথেষ্ট আতঙ্কিত যাত্রীরা। ঘটনার জেরে প্রশ্ন উঠে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের(Vande Bharat Express Vandalised) নিরাপত্তা নিয়েও। বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন- CCTV in Kolkata : নারীদের সুরক্ষায় জোরদার নিরাপত্তা, আরও ৩,৫০০ সিসিটিভি ক্যামেরায় মুড়ছে শহর কলকাতা
মালদায় দাঁড়ানোর পর ফের হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। মঙ্গলবার ভোরে হাওড়া থেকে ফের নিউ জলপাইগুড়ি স্টেশনে(Howrah-NJP Vande Bharat) যাবে বন্দে ভারত এক্সপ্রেস।