শনিবার সল্টলেকের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের(RBU) ক্যাম্পাসের সামনে একদল ছাত্রছাত্রীর বিক্ষোভকে(Student Agitation) কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অনলাইন পরীক্ষার দাবিতে ওই বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। দূরশিক্ষণের(DDE) ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, অনলাইনে(Online Class) মাত্র কিছুদিন ক্লাস করানোর পরেই অফলাইন পরীক্ষার দেওয়ার নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়(RBU) কর্তৃপক্ষ।
অন্যদিকে, ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি এখনও। পাশাপাশি, তাঁদের হাতে নেই কোনও স্টাডি মেটেরিয়াল। ক্লাস অনলাইনে হলে কেন পরীক্ষা অনলাইনে(Online Exam) হবে না, এই দাবি নিয়ে শনিবার বিক্ষোভ(Student Agitation) দেখান দূরশিক্ষণ ছাত্রছাত্রীদের একাংশ।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে পুলিশ(Police)। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে। তবে ওই বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি, তাদের দাবি না মানা হলে এই পরীক্ষা বয়কটের পাশাপাশি ক্যাম্পাসের(RBU) সামনে অবস্থানে বসবেন তাঁরা।