যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের অভিযোগে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। এবার ব়্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও। বিশ্বজিৎ হাজরা নামে এক পড়ুয়া এই ঘটনায় আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। বালিগঞ্জ সায়েন্স কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাক্তনী এবং সিনিয়ররা কলেজ হস্টেলে তাঁকে শারীরিক ও মানসিক অত্যাচার করেছেন।
বিশ্বজিৎ জানিয়েছেন, ২০১৯ সালে তাঁর উপর অত্যাচারের ঘটনাটি ঘটে। সেসময় কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। অবশেষে গতমাসে তিনি বালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তাঁর অভিযোগ, দীর্ঘদিন তাঁকে খেতে দেওয়া হয়নি। হস্টেলে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দিত সিনিয়র এবং প্রাক্তনীরা। এমনকি, বিশ্বজিতের ঘরের ভিতরে প্রস্রাব করে দেওয়া হত বলেও অভিযোগ।
Read More- পেয়ারা বেচে সংসার চালান, কোর্টের খরচ চালাবেন কীভাবে ভেবে অস্থির ধৃত সত্যব্রত্যের বাবা
এদিকে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন করে ৩ জনকে গ্রেফতার করায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল মোট ১২। পুলিশ সূত্রে খবর, ছাত্র মৃত্যুর ঘটনার সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত ছিলেন তাঁরা।