ছ বছর পর ফের স্তুব্ধ হল পাহাড়। ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শনিবার পাহাড়ে বনধের ডাক দিয়েছে গোর্খা সেবা সেনা। তার জেরে শনিবার সকাল থেকে বনধ চলছে। ফলে বেড়াতে বিপাকে পড়েছে পর্যটকরা। কারণ, বন্ধ রয়েছে দোকান এবং যান চলাচল।
শিলিগুড়ির মাটিগাড়ায় দিন কয়েক আগে উদ্ধার হয়েছিল এক নাবালিকা ছাত্রীর দেহ। অভিযোগ ধর্ষণ করে খুনের। তার প্রতিবাদে গোর্খা সেবা সেনার এদিনের বনধকে সমর্থন করেছে গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি এবং বিজেপি। বনধের পাশাপাশি টানা বৃষ্টির জেরেও বিপর্যস্ত পাহাড়ের অবস্থা।
পুলিশ জানিয়েছে, গত সোমবারের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তও স্কুল পড়ুয়া বলেই জানিয়েছে পুলিশ। থাপড়াইল এলাকার বাসিন্দা ওই নাবালিকা ওইদিন অভিযুক্তের সঙ্গেই স্কুল থেকে বাড়ি ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইটের আঘাতেই মৃত্যু হয়েছে ওই নাবালিকার।