যাদবপুর কাণ্ডের ক্ষত শোকায়নি। দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে মিলল তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত পচাগলা দেহ। ঘটনায় কলেজে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
মৃত ছাত্রের নাম সৌরভ কুমার। বিহারের ভাগলপুরের বাসিন্দা সৌরভ। কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। বৃহস্পতিবার হস্টেলের চারতলার একটি ফাঁকা ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গত ২২ অগাস্ট তাঁকে শেষবার কলেজ চত্বরে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে নিউটাউনশিপ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কলেজের ডিন ড. রাজদীপ রায় জানান, ওই ছাত্র একটু অন্তর্মুখী ছিলেন। তাই হস্টেলে কয়েকজন বন্ধু ছিল তাঁর। কিন্তু বেশি মেলামেশা করতেন না। তিনি বলেন, "আমরা খবর দেওয়ার পর আজই তাঁর বাড়ির লোক আসে। চারতলায় সংস্কারের কাজ চলছে। পচা গন্ধ পায় মিস্ত্রীরা। এরপরই ঘটনা প্রকাশ্যে আসে।"