বেড়াতে এসে সেলফি তুলতে যাওয়াই কাল হল। বীরভূমের ইলামবাজারে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ইলামবাজার হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ১৭ বছর বয়সি শেখ সুমনের। জানা গিয়েছে, দুই বন্ধুদের সঙ্গে বাইকে করে বোলপুর বেড়াতে যাচ্ছিল সে। যাওয়ার পথেই বুধবার সকালে ইলামবাজার জঙ্গলের সামনে বাইক দাঁড় করিয়ে ছবি তুলছিল তিন বন্ধু। ছবি তুলতে গিয়েই অজান্তেই রাস্তার মাঝে চলে এসেছিল সুমন। তখনই তাকে ধাক্কা মারে একটি ডাম্পার। প্রবল গতিতে ধেয়ে আসা ডাম্পারের ধাক্কায় রাস্তার একপাশে ছিটকে পড়ে সে।
জানা গিয়েছে,ডাম্পারটি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায়নি। সুমনের বন্ধুরা এবং বেশ কয়েক জন স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। ঘাতক ডাম্পারটিরও খোঁজ শুরু হয়েছে। যদিও, এখনও সেটি অধরা।