হাওড়ায়(Howrah Student Death) দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যুতে রহস্য দানা বেধেছে। নিহত ছাত্রের নাম গণেশ ঘোষ বলে খবর। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বন্ধুরা তাকে ডেকে নিয়ে যায়। পরে এক বন্ধুর ফ্ল্যাটের নীচে রক্তাক্ত(Student Death in Howrah) অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ছাত্রকে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে(SSKM Trauma Care)। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয়েছে গণেশের। যদিও একে নিছক দুর্ঘটনা বলতে নারাজ মৃতের পরিবার। ইতিমধ্যেই দাশনগর থানায়(Dasnagar Police Station) দায়ের হয়েছে অভিযোগ।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। দাশনগরের বালিটিকুরী ব্রাহ্মণপাড়ার বাসিন্দা গণেশ একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। বুধবার এক বন্ধুর ফ্ল্যাটে যায় সে। স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটের পাশেই একটি মাঠ রয়েছে। বুধবার সন্ধ্যায় আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ পান এলাকাবাসী। ওই মাঠে গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই কিশোর(Howrah Student mysterious Death)। আদৌও ফ্ল্যাটের ছ’তলা থেকে ওই কিশোর পড়ে গিয়েছে, না তাকে ফেলে দেওয়া হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন- TMC Worker Murdered: দিনেদুপুরে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ পরিবারের