একই স্কুলের দুই ছাত্রীর মধ্যে তৈরি হয়েছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আর তাতে আপত্তি করেছিলেন এক ছাত্রীর পরিবারের সদস্যরা। এর জেরে আত্মঘাতী হল ওই স্কুলছাত্রী। ঘটনাটি চুঁচড়ায়। আত্মঘাতী ওই ছাত্রী সেখানকারই একটি স্কুলের ক্লাস নাইনে পড়ত।
কী কারণে আত্মঘাতী?
জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে উঁচু ক্লাসের এক পড়ুয়ার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। প্রথমে পরিবারের তরফে উঁচু ক্লাসের ওই পড়ুয়াকে ক্লাস নাইনের ছাত্রীর বাড়িতে আসতে বারণ করা হয়েছিল। যদিও তারা বাইরে দেখা করত। শেষপর্যন্ত শুক্রবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির লোকেরা।
আত্মঘাতী ছাত্রীর বাবা জানিয়েছেন, মেয়েকে খুব একটা বকাবকি করতেন না। তবে ওই উঁচু ক্লাসের পড়ুয়ার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য বলা হয়েছে। সেকারণেই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছেন সকলে।
ঘটনার পর পুলিশে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।