দুর্গাপুর NIT পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। বয়স ২২। হোস্টেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হল NIT ক্যাম্পাস। তুমুল বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর অরবিন্দ চৌবে।
কলেজ সূত্রে খবর, মৃত পড়ুয়া মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়ুয়াদের একাংশের দাবি, আই কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন অর্পণ। অভিযোগ, তাই তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বারবার কর্তৃপক্ষের করে আবেদন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এরপরই হস্টেলে ফিরে ঘরে দরজা বন্ধ করে দেন অর্পণ। পরে দুপুরে তাঁকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়।
পুড়ুয়াদের দাবি, ঝুলন্ত অবস্থাতেও উদ্ধার করার পরেও বেঁচে ছিলেন অর্পণ। কিন্তু সময় মতো অ্যাম্বুলেন্স না আসায় অক্সিজেন সিলিন্ডার না থাকায় মৃত্যু হয় তাঁর। এরপরই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। গোটা ঘটনার দায়স্বীকার করে পদত্যাগ করেন NIT-র ডিরেক্টর অরবিন্দ চৌবে।