দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্রের মৃত্যুর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এই কলেজের বিরুদ্ধে মানসিক চাপ দেওয়ার অভিযোগ তুলেছে অর্পণ ঘোষ নামে ওই ছাত্রের পরিবার। দোষীদের শাস্তির দাবি করেছে পরিবার। ইতিমধ্যেই ছাত্র মৃত্যুর ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন ডিরেক্টর অরবিন্দ চৌবে।
ওই ছাত্রের মা জানিয়েছেন, 'অর্পণ পরীক্ষা দিতে যাওয়ার আগে ফোন করে বলে, টেনশন হচ্ছে। আমি টেনশন করতে মানা করি। পরীক্ষা দিয়ে বাবাকে ফোনে জানায়, পরীক্ষা ভাল হয়নি। ওর বাবা ছেলেকে বলে, পরের পরীক্ষাটা ভালো করে দিতে। এর পরেই এমন ঘটনা।'
মৃত পড়ুয়া অর্পণ ঘোষ মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়ুয়াদের একাংশের দাবি, আই কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন অর্পণ। অভিযোগ, তাই তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বারবার কর্তৃপক্ষের করে আবেদন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এরপরই হস্টেলে ফিরে ঘরে দরজা বন্ধ করে দেন অর্পণ। পরে দুপুরে তাঁকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন - ভোটের আগে ফের বোমা ফাটল মুর্শিদাবাদে, বেলডাঙার ঘটনায় চাঞ্চল্য
পুড়ুয়াদের দাবি, ঝুলন্ত অবস্থাতেও উদ্ধার করার পরেও বেঁচে ছিলেন অর্পণ। কিন্তু সময় মতো অ্যাম্বুলেন্স না আসায় অক্সিজেন সিলিন্ডার না থাকায় মৃত্যু হয় তাঁর। এরপরই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা।