যাদবপুর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে হইচইয়ের মাঝেই আরও এক পড়ুয়ার মৃত্যু- নিয়ে শোরগোল। মাস খানেক আগের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
গত ১৬ জুলাই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার স্টিমারঘাট এলাকায় পড়ুয়ার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পড়ুয়া কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্র ছিল। উঁচু ক্লাসের পড়ুয়াদের হেনস্থা, হুমকি সহ্য করতে না পেরে অবসাদে আত্মঘাতী হয়েছে তাঁদের ছেলে, পরিবারের তরফে অভিযোগ এমনই। ছাত্রের একটি ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে ওই উঁচু ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে।
ভাইরাল ভিডিয়োতে ( সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।) এক জন কিশোরের পা ধরতে দেখা গিয়েছে অন্য এক কিশোরকে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই দশম শ্রেণির ওই পড়ুয়া আত্মহত্যা করে বলে অভিযোগ বাবা-মায়ের।
মৃতের মায়ের দাবি, যাদবপুরে যা ঘটেছে, তাঁদের ছেলের সঙ্গেও তাই ঘটেছে।