মঙ্গলবার মধ্যরাতে পড়ুয়াদের মারধর, অবস্থান মঞ্চ ভাঙার অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়(Viswa Bharati University) চত্বরে। মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর(Bidyut Chakraborty) বাসভবনের সামনে পড়ুয়াদের এই অবস্থান মঞ্চ ভেঙে দেন বিশ্ববিদ্যালয়ের(Viswa Bharati Students Protest) নিরাপত্তারক্ষীরা। এমনকি, নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেন বলেও অভিযোগ পড়ুয়াদের একাংশের। তাঁদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অশোক মাহাতোর উপস্থিতিতেই সমস্ত ঘটনাটি ঘটে।
অন্যদিকে, অশোক মাহাতোর অভিযোগ, মঙ্গলবার রাতে বিশ্বভারতীর(Viswa Bharati University) বেশকিছু অধ্যাপক-অধ্যাপিকাদের বাড়ি ইট ছুড়েছেন পড়ুয়ারা। ফলে নিরাপত্তাজনিত কারণেই নিরাপত্তাকর্মীরা মধ্যরাতে অবস্থান মঞ্চ ভেঙে(Protest Stage demolished) ফেলেন। এমনকি, অধ্যাপকদের বাড়ি থেকে বেশ কিছু পাথর উদ্ধার হয়েছে বলেও দাবি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের।
আরও পড়ুন- SBI-Fixed Deposit Rate: গ্রাহকদের জন্য সুখবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই
তবে পড়ুয়াদের দাবি, ইট ছোড়ার কোনও ঘটনাই ঘটেনি। বরং মধ্যরাতে আচমকাই নিরাপত্তারক্ষীরা উপাচার্যের(Bidyut Chakraboty) বাড়ি থেকে বেড়িয়ে এসে তাঁদের ওপর চড়াও হয়। ছাত্রছাত্রীদের অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি ছাত্রীদের লাগাতার ধর্ষণের হুমকি(Rape Threat) দেওয়া হয় জানান ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়ারা।