কেন্দ্রীয় হারে ডিএ চেয়ে শুক্রবার রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হন শিক্ষক থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। অভিযোগ, তারপর থেকেই একাধিক জায়গায় শাসক দলের হুমকির সম্মুখীন হতে হয় শিক্ষকদের। কোথাও কোথাও মারধরের অভিযোগও ওঠে। কিন্তু এবার নেতাই হাই স্কুলে উলটপূরাণ। শিক্ষক নিয়োগের দাবিতে সেই স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্ৰামবাসী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একাংশ।
ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০০ ছাড়ালেও শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। কিন্তু দুর্ঘটনায় এক শিক্ষক আহত হওয়ার পর থেকে মাত্র ৩ জন শিক্ষকের ঘাড়েই এখন গোটা স্কুলের দায়িত্ব। এই পরিস্থিতিতে লেখাপড়া শিকেয় উঠেছে বলেই সোচ্চার হয়েছেন গ্রামবাসীরা। তবে এই ঘটনায় বিস্মিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এইধরনের বিক্ষোভে প্রকারন্তরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে বলেই আশঙ্কা তাঁদের।
আরও পড়ুন- Urination in Train: কলকাতাগামী ট্রেনের মহিলা যাত্রীর গায়ে মত্ত টিকিট পরীক্ষকের প্রস্রাব করার অভিযোগ