ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। ফের ট্যাব কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার। ১০ হাজার টাকা করে পাবেন পড়ুয়ারা। শুক্রবার অর্থাৎ আজ থেকেই সেই টাকা পৌঁছে যাবে প্রাপকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে।
করোনার পর দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তার জন্য প্রত্যেক পড়ুয়া ১০ হাজার টাকা করে পেত। ওই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন। চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পাশাপাশি একাদশ শ্রেণির পড়ুয়ারাও তরুণের স্বপ্নের সুবিধা পাবে বলে জানানো হয়েছিল। এর জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দফতর।
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছিল। মোট ১৩৩৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল জেলার ট্রেজারিগুলিতে। ৫ সেপ্টেম্বর থেকে ওই টাকা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পাঠানোর কথা জানানো হয়েছিল। কিন্তু বন্যার কারণে তা স্থগিত রাখা হয়েছিল। কিন্তু আবার শুক্রবার থেকে টাকা পাবে একাদশ শ্রেণির পড়ুয়ারা।
সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিট্যাল শিক্ষায় যাতে পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারে সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবস ও কৃতী সংবর্ধনার সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি জানিয়েছিলেন, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিছুদিনের মধ্যেই দেওয়া হবে।
এদিকে বন্যার কারণে টাকা প্রদান সাময়িক স্থগিত করা হলে রাজ্যকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলের নেতা নেত্রীরা। BJP-র তরফে দাবি করা হয়েছিল, RG কর কাণ্ডে যেহেতু স্কুল পড়ুয়ারাও অংশগ্রহণ করেছিল সেই কারণে টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।