শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব(TMC Group Clash in Malda) রুখতে গিয়ে নেতাদের নিশানা করে মন্তব্য করেছিলেন। হাতে সার্ভিস রিভলভার নিয়ে টহলদারি করতে করতে বলেছিলেন, এই গোষ্ঠী সংঘর্ষ শেষ না করলে হবে না। সেই সঙ্গে নেতাদের কটূক্তি করেন বলে অভিযোগ। ঠিক তারপরেই নেতাদের কটূক্তির অভিযোগে মালদহের মানিকচক থানার এসআই সমীর সাহাকে ‘ক্লোজ’ করা হল। সোমবার মালদহ জেলা পুলিশ সুপার(Malda Police Super) প্রদীপ কুমার যাদব তাঁকে ক্লোজ করার নির্দেশ দেন।
গত ২৮ মে মালদহের মানিকচক থানার গোপালপুর বালুপুর এলাকায় একটি জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। সে দিন সকাল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর(TMC Group Clash) মধ্যে ব্যাপক বোমাবাজি এবং গুলির সংঘর্ষ হয়। অকুস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ(Manikchak Police Station)। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা শেখ শরিফউদ্দিনের সঙ্গে বিবাদ বাধে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা নাসিরের। সেই বিবাদ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গেছে, ওই দিন মোট ১০টি বাড়ি ভাঙচুর হয়। এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল গুলির খোল। সংঘর্ষের(TMC Group Clash) জেরে ভয়ে-আতঙ্কে গ্রাম ছাড়েন অনেকে। সেখানে এখনও চলছে পুলিশের টহলদারি। ঘটনার পরেই মানিকচক থানার সাব-ইন্সপেক্টর সমীর সাহা ঘটনাস্থলে গিয়ে মেজাজ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তৃণমূল নেতাদের উদ্দেশে অপশব্দ প্রয়োগ করেন বলেই অভিযোগ। তারপরেই কোপ পরে এসআইয়ের ওপর। ‘ক্লোজ’ করা হয় ওই অফিসারকে।
সে দিনের মন্তব্যের জেরেই কি শাস্তির কোপে পড়লেন ওই এসআই(Manichak SI)? পুলিশ মহলের একাংশ এমন মনে করলেও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তাঁরা।