অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের৷ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রবিবার৷ সেই মন্দির দর্শন করতে যাবেন বাংলার বিজেপি বিধায়করা। মন্দির দেখে দিনের দিনই তাঁরা ফিরবেন কলকাতায়৷
বিজেপি সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি, রবিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিমানে অযোধ্যায় যাবেন বঙ্গ বিজেপির বিধায়করা। ওই দিন বিধানসভার অধিবেশন বন্ধ থাকবে। রামলালা দর্শন করে সেই দিনই ফিরবেন শুভেন্দু সহ সকলে৷ কারণ, পরদিন থেকেই শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন।
রাম মন্দির উদ্বোধনের দিন বিভিন্ন রাজ্যের বিজেপি নেতাদের রাজ্যেই থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেন্দু তাই কলকাতা এবং হাওড়াতেই ছিলেন সেদিন৷ এবার রাম মন্দিরের উত্তাপ বাংলায় ছড়িয়ে দিতে মরিয়া বিজেপি৷ তাই বিধায়কদের নিয়ে মন্দির দর্শনে যাচ্ছেন বিরোধী দলনেতা।