শনিবার কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এবার এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। পরিবারের সদস্যদের হেনস্থা করতেই বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই অভিযোগেই হাইকোর্টে মামলা দায়ের করলেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগামী ৩ ডিসেম্বর শান্তিকুঞ্জ(Shantikunj) থেকে ঢিলছোঁড়া দূরত্বে 'মেগা সভা' রয়েছে তৃণমূলের(TMC Mega Rally)। সেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই খবর পেতেই স্থানীয় থানা(Contai Police Station) এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান শুভেন্দু। কিন্তু তাতেও কাজ না হওয়ায় অবশেষে হাইকোর্টের দারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা(Subhendu Adhikari)।
আরও পড়ুন- Madan Mitra: কাতার থেকে মমতা, অভিষেকের জন্য কী উপহার আনলেন মদন?
হাইকোর্ট সূত্রে খবর, মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা(Rajasekhar Mantha)। বৃহস্পতিবার দুপুর ২টোতেই আবেদনের শুনানি হওয়ার কথা। উল্লেখ্য, শুভেন্দু বিজেপিতে(BJP Leader Subhendu) যোগ দেওয়ার পর থেকে এই নিয়ে কাঁথিতে তৃতীয় সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক(Abhishek Banerjee)। তার আগেই শুভেন্দুর করা মামলায় উত্তেজনা ছড়িয়েছে কাঁথিতে।