রাজ্যে স্কুল শিক্ষকদের অসময়ের দিকে ঠেলে দেওয়ার জন্য একমাত্র দায়ী রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অভিযোগ উড়িয়ে এবার যোগ্য চাকরি প্রাপকদের পাশে দাড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে অভিষেক জানিয়েছেন, মেধাযুক্ত যোগ্যদের পাশে তৃণমূল সবসময় আছে।
নিয়োগ মামলায় শুনানিতে সোমবার হাইকোর্টের রায়ের উপর এদিন কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তারপরেই এক্স হ্যান্ডেলে, রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিনকারী। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর জন্যই আজ চাকরি হারাতে চলেছেন রাজ্যে প্রায় ২৬ হাজার স্কুল কর্মী। ঠিক সময়ে ব্যবস্থা নিলে রাজ্যকে আজ এই দিন দেখতে হত না।
সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতেই শীর্ষ আদালতকে যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। ফলে আগামী সোমবার নিয়োগ মামলার শুনানিতে ফের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে।