ডিসেম্বর মাসে তিনি সরকার ফেলে দেবেন, এমন কথা তিনি কোনও দিন বলেননি। বুধবার নিজের হোমগ্রাউন্ড কাঁথিতে দাঁড়িয়ে এই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই দিল্লি থেকে ফিরে তিনি জানিয়েছিলেন, ২১ তারিখ কিছু হচ্ছে না। রাজনৈতিক মহলের দাবি, ঘরের মাঠে ঢোঁক গিলে নিজের ডিসেম্বরের তারিখ রহস্য শেষ করলেন রাজ্যের বিরোধী দল নেতা। এদিন শুভেন্দু দাবি করেন, তিনি ডিসেম্বর মাসে তিনটি তারিখের কথা বলেছিলেন। কিন্তু সরকার বদলে যাবে, এমন কথা তিনি কখনও উল্লেখ করেননি। এদিনের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা, ভোটে জিতেই সরকার গঠন করবে বিজেপি। রাষ্ট্রবাদী সরকার আসবে। ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো রাজ্যেও বুলডোজ়ার চলবে।
রাজ্যের বিরোধী দলনেতার এই তারিখ রহস্য নিয়ে এর আগেই কটাক্ষ করেছে শাসক তৃণমূল কংগ্রেস। দিন কয়েক আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে ছাড়তে এসেছে শুভেন্দু দাবি করেছিলেন, খুব তাড়াতাড়ি রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে। রাজনৈতিক মহলের দাবি, শুভেন্দুর এই তারিখ রহস্যে তাঁর সতীর্থরা যেমন বিব্রত, তেমনই বিরক্তও। এ বার তাঁর দেওয়া শেষ তারিখ ২১ ডিসেম্বরে শুভেন্দু জানালেন, বড় কিছু বলতে তিনি সরকার ফেলার কথা বলেননি।
তবে নির্দিষ্ট কোনও দিন, ক্ষণ বা সময় নয়। এদিন কাঁথিতে শুভেন্দু জানান, আগামী বছরের কথা। বললেন, ‘‘দিন বদলাবে। মাস বদলাবে। কিন্তু বছর বদলাবে না!’’