মালদহে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পাথর ছোড়ার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রায় একই দাবি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। টুইটে করে শুভেন্দু লেখেন, তিনি প্রধানমন্ত্রীর দফতর এবং রেলের কাছে আবেদন জানাবেন, এই ঘটনার তদন্ত এনআইএ-এর হাতে তুলে দেওয়ার জন্য।
রাজ্যের প্রথম সেমি হাই-স্পিড ট্রেনের উপর পাথর ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। যারা এই ঘটনায় যুক্ত, তাদের কড়া শাস্তি হওয়া উচিত। তবে শুভেন্দুর এনআইএ তদন্ত প্রসঙ্গে খুব একটা আমল দিয়ে চাননি কুণাল ঘোষ। উল্টে এই ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধেই নোংরা রাজনীতি করার অভিযোগ করেছেন কুণাল।
বন্দে ভারতের উপর হামলার ঘটনায় শুভেন্দুর এনআইএ দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। তাঁর দাবি, সামসি এবং কুমারগঞ্জের মাঝখানে এই ঘটনা ঘটেছে। এই সব জায়গায় আগেও রেলের উপর হামলা হয়েছে বলে দাবি করেছেন ফিরহাদ। কিন্তু বন্দে ভারতের উপর যারা আক্রমণ করেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না। তাদের বিরুদ্ধে জাতীয় সম্পত্তি নষ্টের মামলার দায়ের করা উচিত বলেও দাবি ফিরহাদের