লোকসভা নির্বাচনের মুখে দেশজুড়ে কার্যকর হল CAA। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। আইন কার্যকরের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতে, এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। নতুন নাগরিকত্ব দেওয়া।
শুভেন্দু অধিকারী বলেন, "প্রধানমন্ত্রীর গ্যারান্টি মানে, প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। নাগরিকত্ব সংশোধিত আইনের নোটিফিকেশনের মাধ্যমে দেশজুড়ে এই আইন কার্যকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফায়দা তোলার জন্য সংশয় তৈরি করেছেন। ভবিষ্যতেও করবেন। কিন্তু CAA নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নতুন নাগরিকত্ব দেওয়ার আইন।"