রবিবার কাঁথিতে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু সেই জনসভায় থাকবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন ? কারণ, এদিন তিনি ত্রিপুরায় নির্বাচনী জনসভা করবেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ফলে রামনগরের এদিনের জনসভায় নাড্ডার সঙ্গী হতে চলেছেন একা সুকান্ত মজুমদার। ২০১৯ লোকসভা ভোটে কাঁথিতে জিতেছিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। যিনি সম্পর্কে শুভেন্দুর বাবা। এবং খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ। এহেন গুরুত্বপূর্ণ জায়গায় নাড্ডার জনসভায় রাজ্যের বিরোধী দলনেতার অনুপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে দাবি করছে রাজনৈতিক মহল।
২০২৪ সালে লোকসভা ভোটে বিজেপির টার্গেট বাংলা থেকে ২৫টি আসনে জয়। যার হোমওয়ার্ক এখন থেকে শুরু করতে চায় গেরুয়া শিবির। শনিবার শহরে এসেই একদফায় রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু প্রচারের কাজে ব্যস্ত শুভেন্দু বেশ রাতেই তাঁর সঙ্গে গিয়ে হোটেলে দেখা করেছেন বলে খবর।
এই পরিস্থিতিতে রামনগরের জনসভায় শুভেন্দুর না থাকা নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে বলে খবর। বিশেষ করে বিজেপির লক্ষ্য ২০১৯ সালে যে লোকসভায় তারা হেরেছে, তা এবার ছিনিয়ে নেওয়ার। তার মধ্যে কাঁথি ভীষণ ভাবেই গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই বিজেপি সভাপতির পাশে দেখা যাবে না শুভেন্দু অধিকারীকে।