শনিবার নবান্নের ১৪ তলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে কথা হল অমিত শাহের (Amit Shah)। কৌতূহলের বশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সে কথা জিজ্ঞেসই করে ফেলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। জবাবে শাহ জানিয়েছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর চৌকির জমি দেওয়া সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে।
তারপরই শুভেন্দু সাংবাদিকদের বলেন, ‘‘নবান্নের চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আলাদা করে কোনও রাজনৈতিক তাৎপর্য নেই।’’
Qatar World Cup France Preview : দল নিয়ে চিন্তার মধ্যে আজ ফাইনালের আগে মেজাজ হারালেন দেশঁ
বিমান ধরার আগে শনিবার শুভেন্দু ছাড়াও অমিত শাহ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত আলাপচারিতা নিয়ে কিছু না বললেও তাঁর সঙ্গে কী কথা হয়েছে জানাতে গিয়ে শুভেন্দু নিজে থেকেই জানান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেড়-দু’মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন।
কিছু দিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতার যাওয়া নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এর পরে শাহ-মমতা বৈঠক নিয়ে সিপিএম বা কংগ্রেসও বোঝাপড়ার প্রশ্ন তুলতে পারে।