মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় আবারও পঞ্চমুখ হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এজন্য তাঁকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল। নিজের বক্তৃতায় অটলবিহারী বাজপেয়ী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, উইনস্টন চার্চিল, এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তিত্বদের সঙ্গে এক বন্ধনীতে রেখে মমতার প্রশংসা করেন রাজ্যপাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডি লিট অর্জন করেছেন।
Mamata-Subhendu: হাইভোল্টেজ মঙ্গল, নির্বাচনী প্রচারে ত্রিপুরায় একই দিনে মমতা-শুভেন্দু
এরপরেই রাজ্যপালকে কটাক্ষ করে টুইট করেন তিনি শুভেন্দু। তিনি লেখেন, 'রাজ্যপালের বক্তৃতা শুনে মনে হচ্ছিল তিনি বিধানসভায় বাজেটের আগে যে ঔপচারিক ভাষণ দেবেন, তারই মহড়া দিচ্ছেন।' শুভেন্দু আরও দাবি করেন, তিনি রাজ্যপালের বক্তৃতা আংশিক ভাবে সমর্থন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষেই উইনস্টন চার্চিলের মতো, যিনি ১৯৪২ সালের দুর্ভিক্ষের জন্য দায়ী ছিলেন, যে দুর্ভিক্ষে ৪০ লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল।
রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সখ্য নিয়ে আগেও সরব হয়েছেন বঙ্গ বিজেপির নেতারা৷ বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত নতুন রাজ্যপালকে সরকারের 'ফটোকপি মেশিন' বলে কটাক্ষ করেছেন। রাজ্যপাল প্রত্যাশিত ভূমিকা পালন না করলে 'উপযুক্ত জায়গায়' অভিযোগ জানানোর কথা বলেছেন শুভেন্দু।
অন্যদিকে, রাজ্যপালের শপথগ্রহণে কলকাতার বিখ্যাত দোকানের ১০০টি রসগোল্লা পাঠিয়েছেন মমতা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজভবনে রাজ্যপালের বাংলা 'হাতেখড়ি' অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মমতা।