শুক্রবার থেকে বিধানসভা অধিবেশনে মন্ত্রীদের নিয়মানুবর্তিতা নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। বিধায়কদের হাজিরার ক্ষেত্রেও দলের নজরদারি থাকবে। শুক্রবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী পরিষদীয় দলের বৈঠকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই হিসেব রাখার দায়িত্ব পেয়েছেন তিনি।
তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মন্ত্রী-বিধায়কদের উদ্দেশে সুব্রত বক্সী জানিয়েছেন, শুধু হাজিরা নয়, অধিবেশেনে উপস্থিত থাকাও বাধ্যতামূলক। তিনি জানিয়েছেন, বিধানসভায় এসে বাইরে ঘুরে বেড়ালে হবে না। অধিবেশনে যোগও দিতে হবে। প্রশ্ন করার ক্ষেত্রে বিধায়কদের তৈরি হয়ে আসতে হবে। সঠিক জেনে প্রশ্ন করতে হবে।
শুক্রবার থেকে রাজ্যে বিধানসভার শীতকালীন অধিবেশন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুরুর দিনই মন্ত্রীদের হাজিরা খাতায় সই করানো হয়েছে। শুক্রবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা ছিল মন্ত্রীদের হাজিরার খাতা।