দীর্ঘমেয়াদী গরমের ছুটি নিয়ে এখনও তোলপাড় রাজ্য। এমনকী ছুটির মেয়াদ কমানোর দাবিতে মামলা পর্যন্ত হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার সেই প্রসঙ্গেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে বেশকিছু খোলা রাখলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ট্যাগ করে তাঁর প্রশ্ন, "... প্রাইভেট স্কুলগুলির ওপর অনলাইন ক্লাসের নিদান কেন? হিট ওয়েব কোথায়? তা তো চলে গিয়েছে। যারা পড়াশোনা করতে চায়, তাদের কী হবে? যে সব বাচ্চা স্কুলে গিয়ে খেলতে চায়, মজা করতে চায়, তাদের কী হবে? দু'বছর তো এসব পায়নি ওরা। অনেকটাই বঞ্চিত হয়েছে। আবারও এই অনলাইন-অনলাইন খেলা কেন?
এখানেই থামেননি সুদীপ্তা। তিনি আরও যোগ করেন, এই হঠাৎ বদলের সঙ্গে যদি বাবা-মায়েরা খাপ খাইয়ে উঠতে না পারে? বাচ্চারা তো নিজে ৫-৬ ঘন্টার অনলাইন ক্লাস নিজে পরিচালনা করতে পারে না। এইসব প্রশ্নের উত্তর চেয়ে তিনি ট্যাগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসুকে।
তাঁর এই ফেসবুক পোস্টের সঙ্গে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। রাজ্যে বৃষ্টির ফলে এখন দাবদাহের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাহলে এখনও কেন এই রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।