শুভেন্দু প্রসঙ্গে ফের বিস্ফোরক সারদা কর্তা। বৃহস্পতিবার কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সুদীপ্ত সেনের(Sudipta Sen) অভিযোগ, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায়(Contai Municipality) ৫০ লক্ষ টাকা জমা করেছিলেন তিনি। লক্ষ-লক্ষ টাকা খরচ করে লেবার হাটও তৈরি করেছিলেন সারদা কর্তা(Sarada Chit Fund)। তারপরেও কাঁথি পুরসভা বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু(Suvendu Adhkari), এখনই অভিযোগ সুদীপ্তর। পাশাপাশি চিটফান্ড কান্ডে মুকুল রায়, অধীররঞ্জন চৌধুরীদেরও নিশানা করেছেন সারদা কর্তা।
এদিন ব্যাঙ্কশাল কোর্টে(Bankshall Court) তোলা হয় সুদীপ্ত সেনকে। আদালতে ঢোকার আগে অধিকারী পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, তিনি শুধু শুভেন্দু অধিকারী নয়, এর আগের চিঠিতে মুকুল রায়, অধীর চৌধুরীর নাম দিয়েছেন। দ্বিতীয় চিঠিতে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেছেন। সারদাকর্তার আরও দাবি, “শুভেন্দু অধিকারী অনেক ভাবে টাকা তুলেছেন। কাঁথিতে আমাদের একটা বহুতল করার জন্য পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি।” সুদীপ্ত সেনের আরও দাবি, “আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন। কাঁথি পুরসভায় টাকা জমা করেছিলাম।” এই টাকা নেওয়ার অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর(Soumendu Adhikari) বিরুদ্ধেও।
আরও পড়ুন- Roddur Roy: মহিষাসুরের বদলে এবার দুর্গা বধ করবেন রোদ্দূর রায়কে, অভিনব উদ্যোগ পুজো সংগঠনের
এ প্রসঙ্গে কিছু জানা নেই বলে জানিয়েছেন বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়। অন্যদিকে, অধীর চৌধুরীর পাল্টা দাবি, “সুদীপ্ত সেন সামনাসামনি বসুন।”