দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে একযোগে আক্রমণ বাম-কংগ্রেসের। এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই রাজ্যজুড়ে আন্দোলনে নামে বাম-কংগ্রেস। দুর্নীতি ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে তারা। এবার গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল গ্রেফতার হতেই ফের সরব হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কয়লা পাচার, গরু পাচার ইস্যুতে সরাসরি তৃণমূল নেত্রীকে নিশানা করেন সুজন চক্রবর্তী। তাঁর কথায় কার নির্দেশে পুলিশি নিরাপত্তায় গ্রীন করিডর করে টাকা নিয়ে যাওয়া হত, আগামিতে সব জানা যাবে। তাঁর আরও অভিযোগ, যাঁরা এই দুর্নীতিতে যুক্ত, সে পুলিশ অফিসার হোক বা তৃণমূল নেতা, সকলকেই জেলের ভাত খেতে হবে।
আরও পড়ুন- ED Summons 8 IPS Officers: কয়লাপাচার কাণ্ডে ৮ আইপিএস অফিসারকে তলব ইডির
অন্যদিকে, কয়লা-গরু পাচার ইস্যুতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। তিনি জানান, বাংলায় পাচার চক্রে জড়িত প্রত্যেক জেলার এসপি, আইজি, ডিআইজি, ডিজি সহ প্রত্যেক থানার আধিকারিকরাও। বারবার তাঁরা এই নিয়ে আন্দোলনে নেমেছেন। তাঁর দাবি, গরুপাচার মামলায় পুলিশকে অন্ধকারে রেখে এই ঘটনা ঘটা সম্ভব নয়। সকলের যৌথ উদ্যোগেই এই বিরাট অপরাধ সংঘটিত হয়েছে বলেই মত কংগ্রেস সাংসদের।
উল্লেখ্য, অনুব্রত গ্রেফতার হতেই বৃহস্পতিবার রাজ্যজুড়ে বাতাসা, নকুলদানা, মিষ্টি বিলি করে বামেরা।