অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারি নিয়ে বিজেপিকে (BJP) দুঁষেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । রবিবার, বেহালার জনসভা থেকে মুখ্যমন্ত্রী তাঁর হয়েই সওয়াল করেন । এদিন, তিনি একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন, অনুব্রতর গ্রেফতারিতে তিনি কতটা অসন্তুষ্ট । অনুব্রতর পাশে থাকা নিয়ে এবার মমতাকে আক্রমণ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty attacks Mamata Banerjee) । তিনি বলেন, "বোঝা যাচ্ছে, পার্থর চেয়ে অনুব্রতর দর বেশি।"
সুজন চক্রবর্তী বলেন, বেহালা থেকে শুধু অনুব্রতর কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন । কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও কথাই বললেন না, তাহলে কি তিনি জানতেন যে, পার্থ দোষী ? শুধু তাই নয়, সুজনবাবু প্রশ্ন তুলে দিলেন, "টাকা এদিক-ওদিক হয়ে যাওয়ার ভয়েই কি অনুব্রতর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী?'
উল্লেখ্য, বেহালা থেকে মমতা বলেন, ‘‘প্রতি বার নির্বাচনের সময়ে কেষ্টকে বন্দি করে রাখা হয়েছে । কেষ্টকে জেলে আটকে রাখলে কী হবে?’’ অনুব্রত কথা বলতে গিয়ে তাঁর শারীরিক ও পারিবারিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন মমতা। জানান, গত কয়েক বছর ধরে অনুব্রত নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। স্ত্রীকে হারিয়েছেন। এমনকি ক্যান্সার আক্রান্ত স্ত্রী নিজের চিকিৎসার সময়ে পাশে থাকার বদলে অনুব্রতকে পঞ্চায়েত নির্বাচনের কাজে মন দিতে বলেছিলেন বলে উল্লেখ করেন মমতা।