পরিবারের সঙ্গে রং খেলায় মেতে উঠলেন CPIM নেতা এবং দমদমের প্রার্থী সুজন চক্রবর্তী। সোনারপুরের নিজের বাড়িতেই ছিলেন তিনি। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দিন বদলের জন্য মানুষ নিজেকে রাঙিয়ে দিক। পাশাপাশি রাজনৈতিক নেতাদের দলবদল নিয়েও কটাক্ষ করেন তিনি।
Read More- ED হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক, নির্বাচন পরিচালনার দায়িত্বে নতুন কমিটি গঠন
সুজন চক্রবর্তী বলেন, "রং বদল আর দল বদলের পরিবর্তে মানুষ নিজেকে রাঙিয়ে দিক দিন বদলের জন্য। যা চলছে তাতে দিন বদলের কোনও বিকল্প নেই। রং বদল আর দলবদল দেখে দেখে মানুষ ক্লান্ত।"