এসএসসি দুর্নীতি প্রসঙ্গে নানা তথ্য যখনই সামনে এসেছে, তৃণমূল সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছে রাজ্যের বাম নেতৃত্ব। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির (Partha chatterjee arrested) পর আরও ধারালো হচ্ছে বামেদের প্রতিবাদ। এবার নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেন (Amarta Sen), অভিজিৎ বিনায়কের (Abhijit Binayak) কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)।
আগামী ২৫ জুলাই রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেওয়ার কথা রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যেপাদ্যায়দের হাতে। নোবেলজয়ীদের রাজ্যের দেওয়া সেই সম্মান বয়কটের আবেদন জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। এদিন তাঁদের চিঠি দিয়ে সুজন চক্রবর্তী লিখেছেন, ”রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করুন।” এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ্যমন্ত্রীকেও এদিন নিশানা করেছেন সুজন।
Rudranil Ghosh : দুয়ারে গর্ত...'মা মাটি মানুষ'দলের কাছে সবাই ভোগ্য', তৃণমূলকে কটাক্ষ রুদ্রনীলের
শনিবার সকালেই এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রীর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেই থেকে একটানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডির বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন পার্থ। শেষমেশ এদিন সকালেই তাঁকে গ্রেফতার করে ইডি।