২১ ফেব্রুয়ারি ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ভোট রাজনীতির জন্যই এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
কী বলেছেন তিনি?
পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে আদালতে মামলা করারও পরামর্শ দিয়েছেন CPIM ওই নেতা। তাঁর বক্তব্য, কেন্দ্র টাকা আটকে রাখলে রাজ্য সরকারের উচিত আদালতে মামলা করা।
এদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ভোটারদের উপর যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা, এটা একপ্রকার মাস্টারস্ট্রোক। কারণ রাজ্যে প্রায় কয়েক লাখ শ্রমিকের ১০০ দিনের টাকা আটকে রয়েছে। সেই টাকা পেলে তার প্রভাব ভোটবাক্সে পড়বে বলে ধারণা তাঁদের।