বিবাহবিচ্ছেদ মামলায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সুজাতা মণ্ডলের। তৃণমূল নেত্রীর অভিযোগ, তাঁকে তাঁর স্বামী দিনের পর দিন ঠকিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও নারী এসেছিল। আর তা জানতেও পেরেছিলেন তিনি।
শুক্রবার বিবাহবিচ্ছেদ মামলায় বাঁকুড়া জেলা আদলতে হাজিরা দেন সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। আদালত থেকে বেরিয়ে সুজাতা মণ্ডল জানান, "আমি বেঁচে থাকতে অন্য একজনের সঙ্গে ঘর করছে ও।" সুজাতার অভিযোগ, ওই মহিলা শিলিগুড়ির এক বিজেপি নেতার স্ত্রী। সৌমিত্র যদিও পাল্টা জানান, "জীবন থেমে থাকে না। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। মানুষের মূল উদ্দেশ্য কাজ করা।"
এদিন আদালতা সুজাতা অভিযোগ করেছেন, "এতদিন পর্যন্ত বোনের বিয়ে হয়নি। আমাকে হুমকি দেওয়া হয়, যদি মুখ খুলি, তা হলে বোনের বিয়ে ভেঙে দেওয়া হবে। তাই এতদিন মুখ খুলিনি।" সুজাতার দাবি, তিনি স্ত্রীর কর্তব্য করে গিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি, এমন কাজ করবেন সৌমিত্র খাঁ।