'যে বুথে ভোট পাব না, সেই বুথে আমি নিজেও আসব না, কর্মীদেরও আসতে দেব না।' বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, রীতিমতো হুমকির সুরে নাকি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন সুজাতা।
মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে যান সুজাতা মণ্ডল। অভিযোগ, সেখানে গিয়ে সুজাতা বলেন, 'কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে আর কোন বিথে বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে জান লড়িয়ে দেব।'
আরও পড়ুন - এখনও থমথমে দিনহাটা, নিশিথের বিরুদ্ধে এফআইআর, রিপোর্ট তলব রাজ্যপালের
এরপরেই নাকি ধমকির সুরে সুজাতা বলেন, 'যে বুথে তৃনমূল লিড পাবে না সেখানে তিনি যাওয়া দূরের কথা তিনি দলের কোনও কর্মীকেও যেতে দেবেন না।' এমনকি গ্রামবাসীদের বলতে শোনা যায়, 'ভোট দেবে বড় ফুলে, আর সুযোগ চাইবে ছোট ফুলের কাছে। এমন হবে না। তোমরা বারেবারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছো। এবারও তাই হলে আমি তোমাদের কথা শুনতে আসব না।'